চতুষ্পদী জড়

চতুষ্পদী জড় আমি দাঁড়িয়ে সদা থাকি
সম্মানীরে শ্রদ্ধাভরে জড়িয়ে বুকে রাখি ।
হাঁপিয়ে ওঠা মনুষ্যকুল বসলে আমার কোলে
ক্লান্তদেহের সব অবসাদ আরাম পেয়ে ভোলে ।
জ্ঞানী-গুণী ভক্তিভাজন বসলে, মনে ভাবি
জনম আমার ধন্য হলো পূরণ হলো দাবি ।
দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার হোক এ জীবন ক্ষয়
গেয়ে যাব "নিঃস্বার্থ পরহিতের জয়।"