ইচ্ছের রকমফের

Jan 30, 2025 - 16:17
Jan 30, 2025 - 18:25
 0  11
ইচ্ছের রকমফের
সাবিহা-

কেউ কেউ ভোরে ওঠেন

কেউ কেউ মাঠে ছোটেন

কেউ কেউ শীতে কাঁপেন

কেউ কেউ কাদা মাখেন

অনেকেই বসে খাই

অনেকেই শুয়ে গাই

অনেকেই তর্ক করে

কেউ কেউ স্বর্গ গড়ে

কেউ কেউ দেয়াল ভাঙে

কেউ কেউ দেয়াল তোলে

অনেকেই ঢেকুর তোলে

অনেকেই ঢেঁকি গেলে

কেউ কেউ মাছ ঢাকে

সুহা বসে আপেল আঁকে--