কবিতা- ভ্রান্ত স্বাধীনতা

Sep 16, 2024 - 22:22
Sep 20, 2024 - 06:01
 1  11
কবিতা- ভ্রান্ত স্বাধীনতা
কবিতা- ভ্রান্ত স্বাধীনতা

হেলমেট কেন ভয়ের কারণ
দুরাচার আনাচারী
জন-গণ ধ্বনি রোহিত করিতে
ধরিয়াছ তরবারি।

ভাষার দুয়ার করে হাহাকার,
 
বানীতে এটেছি খিল।
চরণ যুগলে জিঞ্জির বাধি,
আঘাতে রয়েছি নীল।


ঢলে পরে আছে দেশের দুলাল,
 
রক্তের করুণ গন্ধ,
ভ্রান্ত স্বাধীনতা পরাধীন আমি,
বিবেক ত্রাসে বন্ধ।  

 
রাজ পথ  আজ রণক্ষেত্র
লোহিত নবীন কুঁড়ি
মুক্তিযুদ্ধ- মুক্তি লুটায়ে
যুদ্ধ করিছে ফেরি।

 

Files